Morning Bulletin : কোলাঘাটে আগুনে ভস্মীভূত তিনটি দোকান, দেখুন Ananda Sakal II
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2021 10:22 AM (IST)
বীরভূমের (Birbhum) ইলামবাজারে এক বিজেপি (BJP) কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্যের শাসকদলকে এই ঘটনায় নিশানা করেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গতকাল রাতে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, কয়েকদিন আগে ইলামবাজার এলাকা দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার পরেই তৃণমূল-বিজেপির (BJP) সংঘর্ষ হয়। তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের (Kolaghat) কাকচাড়া এলাকায় আগুনে ভস্মীভূত তিনটি দোকান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় একটি স্টোভ সারানোর দোকানে প্রথম আগুন লাগে। তারপর সেই আগুন দ্রুত পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।