Ananda Sakal : RG Kar কাণ্ডে ময়নাতদন্তে পাঠানোর নথি ঘিরে ধোঁয়াশা, বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতির
ABP Ananda | 10 Sep 2024 10:29 AM (IST)
আর জি কর-কাণ্ডে এবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর নথি ঘিরে ধোঁয়াশা। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন, এই নথি দেখতে চান প্রধান বিচারপতি। কিন্তু, সর্বোচ্চ আদালতে নথি দিতে পারেননি রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। যা দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, এই নথি না পাওয়া গেলে, বুঝতে হবে কিছু একটা হয়েছে।
সুপ্রিম কোর্টে সোমবারের শুনানিতে ধোঁয়াশা তৈরি হল মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর নথি নিয়ে। সোমবার শুনানি চলাকালীন এই নথি দেখতে চান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সলিসিটর জেনারেল জানান, রাজ্য় সরকারের দেওয়া ফাইলে এই নথি নেই। আর রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বলও সেই নথি দিতে পারেননি। যার প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন বিচারপতি জে বি পারদিওয়ালা।