RG Kar Protest: আর জি কর-কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে বিতর্ক | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে বিতর্ক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা ২৫ সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে, ২৩ নভেম্বর অবধি, আগামী ৬০ দিনের জন্য় বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার, যা বেন্টিঙ্ক স্ট্রিট ছাড়া কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা, সেখানে পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত, লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত, এলাকার শান্তি, মানুষের গতিবিধি, ও যানচলাচল বিঘ্নিত হতে পারে, এমন কিছু করা যাবে না।
আরও খবর..
আজই থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। অন্য়দিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত।এছাড়াও, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে।
দ্রুত চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ। হবে সিকিউরিটি অডিট। চালু হবে বায়োমেট্রিক। নবান্নে স্বাস্থ্য-বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী।