Suvendu Adhikari: 'ওকেও কাশ্মীর পুলিশ কোনদিন নিয়ে যাবে', শওকতকে নিশানা শুভেন্দুর। ABP Ananda live

Continues below advertisement

Bangladesh News: সীমান্তের দায়িত্ব তো ভারত সরকারের। মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল থেকে জঙ্গি ঢুকলে দায়ভার কার? নিজের প্রচারের জন্য মন্তব্য শুভেন্দুর, পরপর হারের পর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা,' শুভেন্দুকে পাল্টা আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার।

১১ দিন পার, এখনও অধরা বাগুইআটিতে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এখনও অধরা বিধাননগরের ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। বাগুইআটি থানার পূর্বতন IC-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আক্রান্ত প্রোমোটারের। 'কাউন্সিলরের সঙ্গে মিটমাট করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বাগুইআটি থানার তৎকালীন IC'। 'বাগুইআটি থানার ওসির ঘরে বসে মিটমাটের প্রস্তাব দেন IC'। '

ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন । ডেইলি স্টার সূত্রে খবর, আগুন নেভানোর লড়াইয়ে দমকলের ১৮ টি ইঞ্জিন । প্রথম আলো সূত্রে খবর, গতকাল রাত ১.৫২ নাগাদ আগুন লাগার খবর আসে দমকলের কাছে । যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি । আগুন লাগার পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন আশঙ্কা, আগুন লাগিয়ে বাংলাদেশের জেলছুট বন্দিদের তথ্য় লোপাটের চেষ্টা করা হয়নি তো?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram