ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ শিয়ালদহ উড়ালপুলের একাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Oct 2020 10:10 AM (IST)
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আজ থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুলের একাংশ। টানা তিনদিন ছুটি থাকায় খুব বেশি যানজট হবে না বলে অনুমান করছে পুলিশ। উত্তর থেকে দক্ষিণ কলকাতা বা দক্ষিণ থেকে উত্তর কলকাতায় যাঁরা আসবেন, তাঁদের অন্য কোনও রাস্তা ধরতে হবে। বেলেঘাটা দিক থেকে যারা আসবেন বা অন্যদিকে মহাত্মা গাঁধী রোড, আচার্য প্রফুল্লচন্দ্র রোড দিয়ে যাতায়াত করবেন, তাঁদের কোনও অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। সোমবার সকালে খোলা হবে উড়ালপুল।