Calcutta High Court: জয়নগরকাণ্ডে কেন পকসো যুক্ত হয়নি? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: সোমবার কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। জয়নগরে বালিকাকে খুন-ধর্ষণের অভিযোগে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুরতহাল রিপোর্টে পকসোর ধারা যুক্ত করার সামগ্রী আছে, ঘটনায় কেন পকসো ধারা যুক্ত করা হয়নি? বিচারপতির প্রশ্নের মুখে পড়ল পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে করে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।
এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
আর জি কর মেডিক্যালে চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার পর, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটেই এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন, কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।