SSC Case: কাঁকর বাছতে গিয়ে চালের বস্তাই বাতিল, দুর্নীতির কথা এড়িয়ে অযোগ্যদেরও পাশে সরকার!
ABP Ananda Live: 'আমাদের হৃদয় পাথর নয়'। 'জেলে ভরে দিলেও, আই ডোন্ট কেয়ার'। 'সবার অস্মিতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আছে'। 'সেই দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না'। '২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে'। 'ত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হচ্ছে'। 'যাঁরা চাকরি কেড়ে নেয় তাঁদের ধিক্কার'। 'জেনেশুনে কারও চাকরি খাইনি'। 'আমি চাকরি দিয়েছি, কাজ করতে গেলে একটা-দুটো ভুল হয়'। 'বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত'। 'যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না'। 'শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে'। 'এই রায়ের পিছনে খেলা কার? কে খেলেছে?' বললেন মমতা।
মত্ত অবস্থায় পরিচালকের বেপরোয়া গাড়ির গতিতে প্রাণ হারালেন এক পথচারী। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হল সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। রাতভর পার্টি, দেদার মদ্যপান, সকালে বাড়ির পথে রাস্তা ছেড়ে সোজা বাজারের মধ্যে ঢুকে গেল গাড়ি। মত্ত পরিচালকের বেপরোয়া গতিতে প্রাণ হারালেন এক পথচারী। আহত আরও অনেকেই। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হল সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। এই দুর্ঘটনায় উঠে আসছে বিনোদন জগতের বেশ কয়েকটি নাম। ঘটনার পরই স্থানীয়দের মুখে শোনা গিয়েছিল, গাড়িতে ছিলেন মহিলাও। পুলিশ সূত্রে দাবি, পরিচালকের পার্টিতে ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা স্যান্ডি সাহা। তাই কি?