Strand Road Fire: ঝলসে যাওয়া দেহ দেখে অসুস্থ পরিবার, পরিচয় জানতে হতে পারে ডিএনএ টেস্ট
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের (Eastern Railway) অফিসে বিধ্বংসী আগুন (Fire)। ৯ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ২০টিরও বেশি ইঞ্জিন কাজ করেছে বলে জানা যাচ্ছে। গতকাল গভীর রাতে ৯টি দেহ এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই শুরু হয় শনাক্তকরণ (identification) প্রক্রিয়া। ৮টি দেহ শনাক্ত করা হলেও একটি দেহ শনাক্তকরণ সম্ভব হয়নি। অশনাক্ত দেহটি এমনভাবেই পুড়ে গিয়েছে যে তা শনাক্ত করা যাচ্ছিল না। তবে মনে করা হচ্ছে, তিনি সম্ভবত রেলের এক কর্মী। তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আসা যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু দেহ দেখে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাদের পরিবারের সদস্য মনে হলেও নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা ছাড়া আর কোনও উপায় নেই বলে জানা যাচ্ছে।
এদিকে গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) বিনয় মিশ্রের (Vinay Mishra) ভাই বিকাশ মিশ্রকে (Vikash Mishra) ফের তলব করল সিবিআই (CBI)। যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই এই বিকাশ মিশ্র। এই নিয়ে চতুর্থবার তাঁকে নোটিস পাঠানো হল। আগামীকাল তাঁকে নিজাম প্যালেসের (Nizam Palace) সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ মিশ্র ভিনদেশে গা ঢাকা দিয়েছে বলে পুলিশের অনুমান।