Ananda Sokal: রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রামমন্দিরের
ABP Ananda | 15 Mar 2025 09:51 AM (IST)
Ramnabami: রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রামমন্দিরের। সাড়ে ৩ বিঘা জমিতে অযোধ্যার আদলে তৈরি হবে এই মন্দির। আজ নন্দীগ্রাম দিবসে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরেরই দিঘাতেই, পুরীর আদলে বিশাল জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের উদ্বোধন হবে।
পার্থর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হতে চাইলেন তাঁরই জামাই
আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হতে চাইলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। তবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। উল্লেখ করা হয়েছে ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে।
দোলের সন্ধেয় পাড়া-বিবাদে বাঁশদ্রোণীতে রক্তারক্তি কাণ্ড!
দোলের সন্ধেয় পাড়া-বিবাদে বাঁশদ্রোণীতে রক্তারক্তি কাণ্ড! স্থানীয় ক্লাব সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। অসামাজিক কাজের প্রতিবাদ করায় হামলা, অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপ, হামলা-পাল্টা হামলায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত।