Panchayat Election: ফের দিনহাটায় শ্যুটআউট, এবার গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর স্বামী
ABP Ananda | 20 Jun 2023 10:31 AM (IST)
ফের দিনহাটায় চলল গুলি। আবার ঝরল রক্ত। বিজেপি নেতাকে গুলি করে খুনের পর, এবার, গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর স্বামী। আহত হয়েছেন আরও একজন তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম আজিজুল রহমান। তিনি দিনহাটার গীতালদহের তৃণমূল নেতা। তার স্ত্রী ডলি খাতুন এবার গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী হয়েছেন। আক্রান্তের দাবি, ভাঙা স্কুল এলাকা থেকে দলীয় বৈঠক সেরে ফেরার সময়, সন্ধেবেলা দুষ্কৃতীরা ঘিরে ধরে হামলা করে। বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়।