Top Morsning News : 'নেতাজি, প্রণববাবু কি অন্য রাজ্যের কাছে বহিরাগত ছিলেন?', আনন্দ সকালে অমিত-সাক্ষাৎকার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুদিনের জন্য বাংলাদেশ (Bangladesh) সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরের শেষদিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি। কিন্তু তাঁর সফরের কেন্দ্র বিন্দুতে থাকছে মতুয়াদের মন্দির দর্শন। তাৎপর্যপূর্ণভাবে কালই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। অন্যদিকে 'নেতাজি কি গুজরাতে বহিরাগত ছিলেন? এটা হল সংকীর্ণ মনোভাবের পরিচয়। বাংলায় আসা আমার গণতান্ত্রিক অধিকার', তৃণমূলের লাগাতার 'বহিরাগত' আক্রমণ প্রসঙ্গে এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি যোগ করেন, "প্রণববাবু দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি বাংলার মানুষ বলে কি মধ্যপ্রদেশের কাছে বহিরাগত ছিলেন? এত সংকীর্ণ মনোভাব বাংলার মানুষের হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হয় কেউ পরামর্শ দিচ্ছে।" এদিকে মুম্বইয়ে (Mumbai) কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। রাত সাড়ে ১২টা নাগাদ ড্রিম মলের দোতলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে মলের ভিতরে সানরাইজ হাসপাতালে (Sunrise Hospital)। পুলিশ সূত্রে খবর, ওই হাসপাতালে প্রায় ৭৬ জন করোনা (Corona) রোগী ভর্তি ছিলেন। আগুন ছড়িয়ে পড়ায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দমকলের ২৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কী থেকে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।