Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Election Top News: আজ বাংলা-সহ ৫ রাজ্যের ভোট নির্ঘণ্ট নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন ও অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাদককাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংহ ছাড়াও আরও ১ জনকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। ধৃত ২ জনকেই আজ আদালতে তোলা হবে। রাতেই তাঁদের নিয়ে আসা হয় লালবাজারে। পুলিশের দাবি, পামেলা-কাণ্ডে যোগ রয়েছে রাকেশের এই সঙ্গী জিতেন্দ্র সিংহেরও। অন্যদিকে, রাকেশ সিং দিল্লি যাওয়ার কথা বলায়, গতকাল বিমানবন্দরে হাজির ছিল পুলিশ। পুলিশের দাবি, উড়ানে না গিয়ে, জাতীয় সড়ক ধরে ভুবনেশ্বর হয়ে দিল্লি যাওয়ার ছক কষেছিলেন রাকেশ সিংহ। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যারা প্রতিহিংসার কথা বলেন, তাঁরা নিজেরা কতটা প্রতিহিংসাপরায়ণ তা এবার বোঝা যাচ্ছে। রাকেশ সিংহ কী করেছে, কেন গ্রেফতার করেছে এখনও কিছু বলেনি। দোষ প্রমাণ হলে আমরা কিছু বলব না, কিন্তু দোষ প্রমাণ না হলে আমরা এর বিরোধিতায় রাস্তায় নামব"। অন্যদিকে বারুইপুরের হোটেলে কুণাল-বাবুল-শুভেন্দু (Kunal Ghosh, Babul Supriyo, Shuvendu Adhikari)। ৪৫ মিনিট ধরে কুণাল-শুভেন্দু-বাবুলের বৈঠক। ২ বিজেপি নেতার সঙ্গে কুণালের বৈঠকে জল্পনা। এদিকে আজ বিধানসভা ভোট নিয়ে দিল্লিতে বৈঠকে কমিশন। বাংলা-সহ ৫ রাজ্যের ভোট নির্ঘণ্ট নিয়ে বৈঠকে কমিশন (Election Comission of India)।