West bengal by poll 2024: উপনির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়, বিস্ফোরক জল বার্লা। ABP Ananda live

ABP Ananda live: ছয়ে ছয়। নৈহাটি, হাড়োয়া, সিতাই, মেদিনীপুর, তালডাংরায় জয়ী তৃণমূল। মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। অহঙ্কারেই পরাজয়, বিস্ফোরক বার্লা। বিধানসভা উপনির্বাচনে ৬ আসনেই জয়ী তৃণমূল। জমিদার নই, আমরা মানুষের পাহারাদার। অভিবাদন জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতান্ত্রিক পথে বাংলায় বিরোধীরা নির্মূল। প্রথমবার সেবার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে ধন্যবাদ, সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

 

প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ। প্রতারণা চক্রের শিকড় খুঁজতে দিল্লি থেকে রাজ্যে এল সিবিআই। সল্টলেকের গেস্ট হাউস থেকে একজনকে আটক করা হয়েছে। সিবিআইয়ের দাবি, অভিযুক্তের নরেন্দ্রপুরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিল্লিতে G-20 সম্মেলনের এন্ট্রি পাস। তবে কি চাকরি-প্রতারণা চক্রে বড় কোনও মাথা? খতিয়ে দেখছে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola