Trinamool Congress: নির্বাচনী বন্ড নিয়ে কী সাফাই তৃণমূল কংগ্রেসের? | ABP Ananda LIVE
ABP Ananda | 24 Mar 2024 11:59 AM (IST)
ABP Ananda LIVE: বন্ড বিতর্কে অস্বস্তির মুখে এবার তৃণমূলের মুখে ড্রপ বক্সের তত্ত্ব! ইলেক্টোরাল বন্ডে তৃণমূলের ড্রপ বক্সেই ১ হাজার ৬০৯ কোটি? 'তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকত, যিনি যা দিতেন, ড্রপ বক্সে জমা পড়ত। যারা দিতে চেয়েছেন, তারা দিয়ে গেছেন, কোড ছাড়া কারও নাম ছিল না।' কেন কোটি কোটি টাকা চাঁদা? হয়তো উন্নয়নের জন্য, দাবি কুণালের।