Banglar Bidhan : বাংলার বিধান (১) : ( 2 . 05. 21 ): তৃতীয়বারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের কাছে বড়সড় ধাক্কা খেল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 May 2021 02:49 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃতীয়বারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কাছে বড়সড় ধাক্কা খেল ২০০ আসন জিতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বিজেপি।অন্যদিকে, বাংলার জনাদেশে ধূলিসাত হয়ে গেল সংযুক্ত মোর্চা
ভিনরাজ্যের নেতা-মন্ত্রীদের প্রচারে নামানো থেকে ঝাড়াই-বাছাই না করেই অন্য দল থেকে লোক নেওয়া। বিজেপির স্বপ্নভঙ্গের পেছনে এগুলো অনুঘটকের মতো কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।