Manmohan Singh: প্রধানমন্ত্রী থাকাকালীনই উঠেছে দুর্নীতির অভিযোগ, বারবার পড়তে হয়েছে আক্রমণের মুখে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অর্থনীতিতে তাঁর পাণ্ডিত্য় ছিল অগাধ। কিনতু, সেই মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীনই উঠেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। নীরবতা থেকে নীতিপঙ্গুত্ব নিয়ে
বারবার প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়তে হয়েছে নীল পাগড়ি পরা শিখ প্রৌঢ়কে। যদিও, কাজের মধ্য়ে দিয়ে বারবারই যোগ্য়তা এবং দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন মনমোহন সিং। ১০০ দিনের কাজ থেকে তথ্যের অধিকার আইন। শিক্ষার অধিকার থেকে খাদ্য সুরক্ষা আইনের মতো যুগান্তকারী সিদ্ধান্ত সব তাঁর আমলেই।
আরও খবর..
ব্যারাকপুরে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সংসদ পার্থ ভৌমিক। নৈহাটি উৎসবের মঞ্চে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে পাশে দাঁড় করিয়ে ব্যারাকপুরে গুন্ডা দমনের দাওয়াই দেন তৃণমূল সাংসদ। নতুন বছর শুরুর ব্যারাকপুরে গুন্ডারাজ শেষ হবে বলেও আশ্বাস দেন তিনি। অলক রাজেরিয়ার নেতৃত্বে ব্যারাকপুরের গুন্ডারা ভয় পাচ্ছে বলেও দাবি করেন পার্থ ভৌমিক।
ফের পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম মহম্মদ আবিদুর রহমান। গতকাল রাতে কলিন লেন এলাকা থেকে পাকড়াও। ২০২৩ থেকে খিদিরপুরে থাকছিল আবিদুর রহমান। বাজেয়াপ্ত করা আধার কার্ড, ভোটার কার্ড খতিয়ে দেখা হচ্ছে। ১২ বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল আবিদুরের, খবর পুলিশ সূত্রের