C-Voter Exit Poll: ( পর্ব ২) কতগুলি ওয়ার্ড পাবে তৃণমূল, বিজেপি? কোন কোন ওয়ার্ড থাকবে বাম এবং কংগ্রেসের দখলে? কী বলছে সি ভোটের চূড়ান্ত সমীক্ষার ফলাফল?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Dec 2021 11:55 AM (IST)
কোথাও বোমাবাজি, কোথাও বুথের ভেতরে ঢুকে ভাঙচুর, কোথাও চারজন বিজেপি প্রার্থীকে ধরে মারধর, যাদের মধ্যে ৩ জনকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কোথাও আবার উঠল ভুয়ো ভোটারের অভিযোগ। কতগুলি ওয়ার্ড পাবে তৃণমূল, বিজেপি? কোন কোন ওয়ার্ড থাকবে বাম এবং কংগ্রেসের দখলে? কী বলছে সি ভোটের চূড়ান্ত সমীক্ষার ফলাফল?