C-Voter Exit Poll: কোথাও বোমাবাজি, বুথের মধ্যে তাণ্ডব, প্রার্থীকে মারধর, দুপুর ৩টে পর্যন্ত সি ভোটারের এক্সিট পোলে সমীক্ষায় কী উঠে এল?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Dec 2021 11:05 AM (IST)
কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কিন্তু ভোটে অশান্তি নামক মারাত্মক রোগের ওষুধ? নাঃ, তেমন কোনও উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে আমরা, দুর্ভাগ্যজনকভাবে আজও পাইনি। কোথাও বোমাবাজি, কোথাও বুথের মধ্যে তাণ্ডব, কোথাও প্রার্থীকে মারধর, কোথাও আবার ভুয়ো ভোটারের অভিযোগ। এরকমই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সম্পন্ন হল কলকাতা পুরসভার নির্বাচন। দুপুর ৩টে পর্যন্ত সি ভোটারের এক্সিট পোলে সমীক্ষায় কী উঠে এল।