ভোট যত এগোচ্ছে, ততই বাড়ছে নানা প্রকল্প নিয়ে চাপানউতোর, তাই নিয়েই কাল্পনিক ব্যঙ্গচিত্র, CASE DEBEN NA PLEASE
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2020 08:57 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোট যত এগোচ্ছে, ততই বাড়ছে নানা প্রকল্প নিয়েও চাপানউতোর। শাসক শিবির আত্মবিশ্বাসী, যে একের পর এক প্রকল্পের সুফল আগামী বছর ইভিএমেও প্রতিফলিত হবে। উল্টোদিকে, দুর্নীতি আর কেলেঙ্কারির কাঁকর মিশিয়ে তৃণমূলের বাড়া ভাতে ছাই দিতে তৎপর বিজেপিও। এখন কার কৌশলে কতটা কাজ হবে সে তো সময়ই বলবে। কিন্তু এই নিয়ে অ্যানিমেশনে একটু মজা করেছি বলে আবার, দুম করে কেস দেবেন না প্লিজ!