Hirak Rajar Darbar: কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার | ABP Ananda LIVE
ABP Ananda | 29 May 2024 01:45 PM (IST)
ABP Ananda LIVE কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার
শেষ দফা ভোটের প্রচারে আজ কাকদ্বীপে সভা করলেন প্রধানমন্ত্রী (PM Modi Mathurapur Loksabha Elections)। শনিবার সপ্তদশ লোকসভা ভোটের সপ্তমী। আর তারপরই আগামী ৫ বছরের জন্য আসমুদ্র হিমাচলের মানুষ কাকে বেছে নিল, তা জানা যাবে। অপেক্ষার ৪ জুন।
লোকসভা ভোটের শেষ দফার আগে, মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থর সমর্থনে প্রচার করলেন মোদি। ১ মার্চ থেকে শুরু করে আজকের সভা নিয়ে বাংলায় ২৪টি নির্বাচনী সভা করছেন প্রধানমন্ত্রী। শেষ দফার ভোটের আগে কন্যাকুমারীতে ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী। আর তার আগে এটাই লোকসভা ভোটের আগে বাংলায় মোদির শেষ সভা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।