স্বমহিমায় অনুব্রত: 'বাড়িতে ঝামেলা করবে বিজেপি, মেরে পাগুলো ভেঙে দিলি না?' বললেন তৃণমূলকর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2020 08:25 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বীরভূমের ময়ূরেশ্বরে স্বমহিমায় অনুব্রত মণ্ডল। 'বাড়িতে ঝামেলা করবে বিজেপি, তোরা ঠুঁটো জগন্নাথের মতো দেখছিস? হাত-পা নেই তোদের? নুলো হয়ে গেছিস নাকি? মেরে পাগুলো ভেঙে দিলি না?' তৃণমূল কর্মীদের বললেন অনুব্রত। পাল্টা আক্রমণ করেছে বিজেপি| বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল পাল্টা বলেন, 'বিজেপির হাত-পা ভাঙলে কি ওনার হাত-পা ঠিক থাকবে?'