কেমন হবে রেল বাজেট? কী হবে যাত্রী ভাড়া? কী হবে রাজ্যের মেট্রো প্রকল্পগুলির ভবিষ্যত্? প্রশ্ন মানুষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Feb 2020 12:15 AM (IST)
শনিবার সংসদে বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেমন হবে রেল বাজেট? কী হবে যাত্রী ভাড়া? কোন প্রকল্পে কত বরাদ্দ? কী হবে রাজ্যের মেট্রো প্রকল্পগুলির ভবিষ্যত্? সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে এমনই সব প্রশ্ন।