Loksabha Election: 'সিবিআই তদন্ত চাই, ভোট দিয়ে প্রতিবাদ করব', বললেন নিহত বিজেপি কর্মীর মেয়ে | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল ষষ্ঠ দফার ভোট। নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে খুনের পরও গ্রেফতারি শূন্য। টহল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। বেধড়ক মারে মাথার খুলি দুভাগ হয়ে গিয়েছে মৃতার ছেলের। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। অস্ত্রোপচার করে বার করা হল মাথায় জমাট বাঁধা রক্ত। ফের হতে পারে অস্ত্রোপচার।
১৭ বছর আগে জমি আন্দোলন ঘিরে একইভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম ( Nandigram )। ভোটের মুখে বিজেপি ( BJP ) কর্মীর খুন ঘিরে নন্দীগ্রামে ফিরল পুরনো স্মৃতি। বিক্ষোভ, অবরোধ, লাঠিচার্জ, জ্বলল আগুন। ভয়াবহ ভাবে বিজেপি নেতার মাকে পিটিয়ে, কুপিয়ে খুন করা হল। আর সেই সঙ্গে মৃতের ছেলে সঞ্জয় আড়ি সহ আরও ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলেন। সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি SC মোর্চার অঞ্চল সম্পাদক।
ভয়ঙ্কর ভাবে আক্রান্ত সঞ্জয় আড়িকে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এখনও। তাঁকে বৃহস্পতিবার দুপুরেই সন্ত্রস্ত নন্দীগ্রাম থেকে কলকাতায় স্থআনান্তরিত করা হয়। মারের চোটে সঞ্জয়ের মাথার খুলি ফেটে যায়। আঘাত ভয়ঙ্কর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল বলে চিকিৎসক সূত্রে খবর।