Sukanta Majumdar: 'শুধু সিবিআই নয় একযোগে তদন্ত করুক ED-ও', দাবি সুকান্তের | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: 'শুধু সিবিআই নয় একযোগে তদন্ত করুক ED-ও', দাবি সুকান্তের
ছাত্র সমাজ নামে সংগঠনের ডাকা নবান্ন অভিযানে অংশগ্রহণের ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। 'অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারব, নবান্ন অভিযানের ডাকে ভয় পেয়ে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার, আদালতে গিয়ে রাজ্য সরকারই নবান্ন অভিযানে কার্যত সিলমোহর দিয়ে দিল', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে,ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট, ভোর ৪.০৩ নাগাদ, আর জি কর হাসপাতালের চারতলার করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। হাসপাতালের সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
দায়িত্ব নিয়েই আর জি কর মেডিক্যালের আন্দোলনরত চিকিৎসকদের ধর্নামঞ্চে গেলেন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।