Bangladesh News: উত্তপ্ত মালদার বৈষ্ণবনগর সীমান্ত, আক্রান্ত বিএসএফ

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBangladesh: ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! সীমান্তের ওপার থেকে BSF-কে বোমা, পাথর! লাগাতার যুদ্ধের জিগির তোলা বাংলাদেশিদের হামলা! সীমান্তের ওপার থেকে বোমা-পাথর, আহত ২ BSF জওয়ান । সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা । BSF-এর তাড়ায় পালাল বাংলাদেশিরা লাগাতার হিন্দুদের উপর হামলা, মৌলবাদীদের যুদ্ধের জিগির! । সীমান্তে ইউনূস সরকারের মহড়া, উস্কানির মধ্যেই আক্রান্ত ভারত!
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায় । আর জি করকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা । চিকিৎসক ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় । সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক । চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা । আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের । 'CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে' । সোমবার আপনার কথা শুনব, জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস । '৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন' । 'আর জি কর মেডিক্যালে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরেন'।