Fake Medicine: সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি ওষুধ, রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে ১টি ওষুধ

ABP Ananda Live: দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করল আরও ১০৪টি ওষুধ, ইঞ্জেকশন। তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি ওষুধ। রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে ১টি ওষুধ। ফেল করার তালিকায় রাজ্যের দুটি কোম্পানির ওষুধ রয়েছে। একটি সংস্থা হল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। আরেকটি সংস্থা শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনের দুটি নমুনা আবার ফেল করেছে। এবার এ রাজ্যের কেন্দ্রীয় ল্যাবেও পরীক্ষায় ফেল করল RL। শ্রীরামপুরের ওষুধ কোম্পানির অ্যামোক্সিসিলিন. পটাশিয়াম ক্ল্যাভিউনেট ট্যাবলেটও গুণমান পরীক্ষায় ফেল করেছে। 

 

মাঝ চৈত্রেই গরমের চোখ রাঙানি, হট ডে পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই

মাঝ চৈত্রেই গরমের চোখ রাঙানি। আজ দক্ষিণবঙ্গে ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। হট ডে পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। সপ্তাহান্তে কলকাতায় ৩৮ ডিগ্রি ছুঁতে পারে পারদ। শনিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ছাড়াতে পারে। উত্তরবঙ্গে বেশকয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola