Baruipur News: বারুইপুরে বিজেপি নেতাকে নৃশংসভাবে খুন, ঘটনায় একাধিক মিসিং লিঙ্ক
ABP Ananda LIVE: বারুইপুরে বিজেপি নেতাকে নৃশংসভাবে খুন, ঘটনায় একাধিক মিসিং লিঙ্ক । ৮ অগাস্ট মধ্যরাতের আশপাশে খুন বিজেপি নেতা, পুলিশ সূত্রে খবর । ৯ অগাস্ট রাত ৯.৩৫-এ বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল'। 'বারুইপুর হাসপাতালে বিজেপি বুথ সভাপতিকে মৃত বলে ঘোষণা' । ৮ অগাস্ট মধ্যরাত থেকে ৯ অগাস্ট রাত ৯.৩৫-এর মাঝে কী ঘটেছিল? । বারুইপুর হত্যাকাণ্ডে মিসিং লিঙ্ক ঘিরে রহস্য
সমবায় ভোটে বিজেপির জয়ের পর বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, বিজেপি-তৃণমূল হাতাহাতি
শুভেন্দু অধিকারীর খাস তালুকে সমবায় ভোটে বিজেপির নিরঙ্কুশ জয় । জয়ের পর বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, বিজেপি-তৃণমূল হাতাহাতি বিজেপির মিছিল থেকে 'জয় শ্রীরাম' স্লোগান, পাল্টা 'জয় বাংলা' স্লোগান তৃণমূলের দু'পক্ষের স্লোগান, পাল্টা স্লোগান ঘিরে বচসা, হাতাহাতি । নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়নে জয় বিজেপির । ১২টি আসনের সবক'টিতেই জয় বিজেপি সমর্থিত প্রার্থীদের