Chak Bhanga Chata : ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ ঘিরে শাসক-বিরোধী তরজা। ABP Ananda Live
ABP Ananda LIVE : ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ ঘিরে শাসক-বিরোধী তরজা। এবার লক্ষ কণ্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের। মিমের সঙ্গে জোট বেঁধে নতুন দল। দাবি ভরতপুরের বিধায়কের। দেখুন সন্ধে ছটায়।
বউবাজারে বাড়ির ছাদ ভেঙে পড়ল এবার, আহত ১, ‘মেট্রো গেলেই মাটি কাঁপে’, দাবি স্থানীয়দের
বউবাজারে ফের বাড়ি বিপর্যয়। একটি বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ল এবার। এই ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর। নতুন করে বাড়ি বিপর্যয়ের জন্য মেট্রোকেই দুষছেন স্থানীয়রা। ক্ষোভ উগরে দিয়েছেন সকলে। বউবাজারে মাটির নীচ দিয়ে মেট্রোর গ্রিন লাইনের কাজ চলাকালীন এমন একাধিক বাড়িতে এর আগে ফাটল ধরে। স্থানীয় বাসিন্দাদের সরিয়েও নিয়ে যাওয়া হয় অন্যত্র। সেই আতঙ্কই ফিরল নতুন করে। (Bowbazar House Collapse)
রবিবার ১৬০ নম্বর বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। যে বাড়ির ছাদ ভেঙে পড়েছে আজ, সেটি পুরনো হলেও, বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়নি সেটিকে। মেট্রোর গ্রিন লাইনের কাজের জন্য বেশ কিছু বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৪টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই এলাকা থেকে। মাস সাতেক আগে বাড়িতে আবারও ফেরত পাঠানো হয় তাঁদের মেট্রোর তরফে। (Kolkata Metro)