Chak Bhanga Chota: ভবানীপুর ভরছে বহিরাগতে, মন্তব্য-বিতর্কে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE: 'আমার কথা কি বলতে চাওনা, নিশ্চই তুমি বহিরাগত'। বলেছিলেন শঙ্খ ঘোষ। ভবানীপুর ভরছে বহিরাগতে। মন্তব্য-বিতর্কে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। 'নো এসআইআর, নো ইলেকশন',ভোট না হলে রাষ্ট্রপতি শাসন।হুঙ্কার শুভেন্দু অধীকারীর। পশ্চিমবঙ্গে এখন শুধুমাত্র ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর অপেক্ষা। এই অবস্থায়, SIR নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। সমানতালে চলছে হুমকি-হঁশিয়ারি। ভোটাধিকার সুরক্ষার পাশাপাশি বিরোধীরা প্রশ্ন তুলছেভিনরাজ্যের দুুষ্কৃতীদের কি গা ঢাকা দেওয়ার নিশ্চিন্ত আশ্রয়স্থল এই পশ্চিমবঙ্গ? রাজস্থানে ব্যবসায়ী কান্ডে ৩ মূল অভিযুক্তকে পাকড়াও করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।
গ্রেফতার পাঞ্জাব পুলিশের রোপার রেঞ্জের DIG-র বাড়িতে মিলল ৭ কোটি !
গ্রেফতার পাঞ্জাব পুলিশের রোপার রেঞ্জের DIG-র বাড়িতে মিলল ৭ কোটি ! এখনও উদ্ধার হওয়া টাকা পুরোপুরি গোনা শেষ হয়নি লক্ষাধিক মূল্যের ২২টি ঘড়িও বাজেয়াপ্ত মিলেছে অডি ও মার্সিডিজ় গাড়ির চাবি বাজেয়াপ্ত অন্তত দেড় কেজি সোনা! উদ্ধার হয়েছে বহু জমির নথি