Chhok Bhanga 6 Ta: বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! সঙ্গে নেই স্থানীয় কোনও আইনজীবী।। চট্টগ্রাম আদালতে হলই না শুনানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBangladesh Update: মৌলবাদীদের হুমকি, কোর্টে সওয়াল করায় আক্রমণ। তাও অবিচল সন্ন্যাসীর আইনজীবী। চট্টগ্রাম জেলে গিয়ে সংগ্রহ করলেন ওকালতনামা। ফের যাচ্ছেন আদালতে। মৌলবাদীদের হুমকি, কোর্টে সওয়াল করায় আক্রমণ। তাও অবিচল সন্ন্যাসীর আইনজীবী। চট্টগ্রাম জেলে গিয়ে সংগ্রহ করলেন ওকালতনামা। ১৬ দিন ধরে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে পৌঁছলেন রবীন্দ্র ঘোষ। মিছিলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বাংলাদেশে। হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার, বাড়ছে হিন্দু নিধন। সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার, পাল্টা বাড়ছে প্রতিবাদ, বিক্ষোভ। এনার মিছিলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি হেফাজত-ই-ইসলামের। 'ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে ইউনূস সরকার', সরব বাংলাদেশের সাংবাদিক। হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের একের পর এক ধর্মীয় স্থানে হামলা। বিশ্বজোড়া নিন্দার মাঝেও চুপ ইউনূস সরকার।