Bangladesh News Update: ১ মাসের জন্য বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রফতানি বন্ধের সিদ্ধান্ত CTI-এর
ABP Ananda Live:১ মাসের জন্য বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রফতানি বন্ধের সিদ্ধান্ত CTI-এর। '১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রফতানি করা হবে না'। 'বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদেই সিদ্ধান্ত'। জানিয়েছেন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল।
বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন।
স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি।
মুসলমানদের সমস্যা হলেও এগিয়ে আসতাম একইভাবে। ১০টি এমন মামলায় লড়েছি, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মুসলমান ধর্মাবলম্বীরা। একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম। চাই সংহতি তুলে ধরতে। প্রতিক্রিয়া সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের।
ঘটনা হচ্ছে, যাতে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে না পারেন, তা নিশ্চিত করতে চট্টগ্রাম আদালতে একটা বড় অংশের আইনজীবীরাও সচেষ্ট। অভিযোগ, তাঁরা কোনওভাবেই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন আর্জির মামলাটি আদালতে উঠতেই দিচ্ছেন না। তাঁর হয়ে কাউকে সওয়াল করতে দিচ্ছেন না।