Chhok Bhanga 6ta: 'DM-দের মাথার উপর ছড়ি ঘোরানোর জন্য', SIR নিয়ে ফের কেন্দ্র ও বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : SIR নিয়ে ফের কেন্দ্র ও বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর । 'দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে '। 'DM-দের মাথার উপর ছড়ি ঘোরানোর জন্য'। 'বলছে দেড় কোটি নাম বাদ দিতে হবে'। 'নাম কাটলে ধর্না দেবেন, নাম না তোলা পর্যন্ত ধর্না দেবেন' । 'কালকে একটা খবর শুনলাম, জানি না সত্যি কিনা'। 'যাঁরা ঠাকুরদা, ঠাকুমার নাম দিয়েছে, তাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে'। .
এখনও থামেনি যন্ত্র ! হুমায়ুনের 'বাবরি' নির্মাণে অনুদানের টাকা গোনা হয়েই চলেছে, এই অবধি কত পড়ল জমা ?
মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের জন্য জমা পড়ছে অনুদান। ফের বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গোনার কাজ শুরু। কেউ হাতে গুণছেন।কেউ গুণছেন মেশিনে।৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট, পরিস্থিতি এমনই, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। ৭ তারিখের পর পর জমা পড়া টাকা গোনা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা অনুদান জমা পড়েছে। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্য়াঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাঙ্কে কাল গেছি চিফ ম্য়ানেজার SBI-কে বলেছি, আজকে একটা চিঠি দিতে বলেছে যে, বাইরের দেশ থেকে যারা টাকা দিতে চাইছে। সেই টাকা নিতে গেলে যা যা ওঁদের করার দরকার। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে এটা করতে যতটা টাকা লাগুক আমরা টাকা দেব, আপনি করুন।