Chhok Bhanga 6Ta: 'দল পরিচালনায় আমিই শেষ কথা, আমি চেয়ারপার্সন', কড়া বার্তা মমতার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE : বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর। 'ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক'। 'বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব'। 'প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী এ বিষয়ে সংসদকে জানান'। বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর।'এমন ঘটনা ঘটে চললে, আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই'।'একবেলা খাব, দরকারেএকটা রুটি ভাগ করে খাব'। আমাদের লোক অত্যাচারিত হোক চাই না, বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর প্রস্তাব লিখিত ভাবে পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীকে, জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ।
আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।
'আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে', আদালতে জানাল সিবিআই। 'CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই', আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর