Chhok Bhanga 6ta: 'সিবিআইয়ের কাছে কিছুই নেই, এটাই ধরে নেবে মানুষ। কী তদন্ত করছে তাহলে', প্রশ্ন নির্যাতিতার মায়ের
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: 'আজ এতগুলো দিন হয়ে গেল, আজও আমি জানতেই পারলাম না আমার মেয়ের সঙ্গে সেদিন রাতে কী ঘটেছিল। কী এমন ঘটেছিল যে তাঁকে বাঁচতেই দেওয়া হল না। পৃথিবীতে কী অন্যায় করেছিল সে আমি এখনও জানিনা। আমার একটাই প্রশ্ন এতদিন হয়ে গেল সিবিআই কী করল তাহলে? ওদের ২জনকে ধরেছিল তাও আবার ছেড়ে দিতে হল চার্জশিট না দিতে পারার জন্য। তাহলে সিবিআইয়ের কাছে কিছুই নেই, এটাই ধরে নেবে মানুষ। কী তদন্ত করছে তাহলে তারা?' মন্তব্য নির্যাতিতার মায়ের।
সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।