RG Kar Protest:CBI-র ব্যর্থতায় জামিন পেয়েছেন সন্দীপ-অভিজিৎ। প্রতিবাদে CGO অভিযান স্টুডেন্টস ফ্রন্টের
ABP Ananda Live: সিবিআইয়ের ব্যর্থতায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, অভিযোগ তুলে সিজিও কমপ্লেক্স অভিযান স্টুডেন্টস ফ্রন্টের। সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত। সিজিও-র দিকে যেতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কয়েকজন আটক।
সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।