Chhok Bhanga Chhota : ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সবকুছ কালা হ্যায়, মন্তব্য প্রধান বিচারপতির
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppChhok Bhanga Chhota : নিয়োগ-দুর্নীতি মামলায় ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্নবাণে বিদ্ধ এসএসসি। OMR শিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনও নিয়ম আছে? প্রশ্ন প্রধান বিচারপতির। এক বছর পরে নষ্ট করে দেওয়া যায়, জানাল রাজ্য। OMR শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? প্রশ্ন প্রধান বিচারপতির। ইমেজ সংরক্ষণ করা হয়নি, আদালতে জানাল রাজ্য। 'SSC-র কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া?'। 'কারণ এ ক্ষেত্রে আসল নথি হচ্ছে OMR'। 'OMR শিট পরে ভর্তি করা হয়ে থাকলে বা পরিচয় গোপন করা হলে, সেটা OMR থেকেই দেখা যেত' । 'মূল কথা হল, আমাদের হাতে আসল OMR নেই'। এমন কোনও স্ক্যানড কপি বা মিরর ইমেজ নেই যেটা আমরা দেখতে পারি, মন্তব্য প্রধান বিচারপতির। আমরা কখনই হলফনামা দিয়ে বলিনি যে আমাদের কাছে মিরর ইমেজ আছে, সওয়াল SSC-র। 'প্রায় ২৬ লক্ষ পরীক্ষার্থী ছিল, এসএসসি নিয়মিত পরীক্ষা নেয়'। সমস্ত OMR sheet সংরক্ষণ করা সম্ভব না, সওয়াল SSC-র। 'স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, ডেটা স্ক্যানটেক এই কাজ SSC-র অফিসে করেছে'। আমাদের কাছে আসল OMR এর কোনো ইমেজ নেই, জানাল সর্বোচ্চ আদালত। '65B সার্টিফিকেট দিয়ে প্রমাণ করা যায় না যে, আসল OMR-এর স্ক্যানড কপিই হার্ডডিস্কে আছে'। 'এখন বাস্তব চিত্র হল, SSC কোনও MIRROR Image রাখেনি'। 'হাতে থাকা একমাত্র নথি হল নাইসাকে দেওয়া ডেটা স্ক্যানটেকের স্ক্যানড ইমেজ' । 'যেখানে দেখা যাচ্ছে, SSC-র দেওয়া নম্বর এবং সার্ভারের নম্বর আলাদা'। 'স্ক্যানিংয়ে অনিয়ম হয়েছে, ডেটা স্ক্যানটেক এই কাজ SSC-র অফিসে বসে করেছে'। স্ক্যানারের মেটা ডেটা খতিয়ে দেখতে হবে, যে কোনও পরিবর্তন হয়েছিল কিনা, মন্তব্য প্রধান বিচারপতির। এগুলো যদি হয়, বৈধ-অবৈধ আলাদা করার কোনো উপায় নেই, মন্তব্য প্রধান বিচারপতির। 'আপনাদের তরফ থেকে কিছু কারচুপি করা হয়েছে, আপনাদের আধিকারিকরা সমস্যায় পড়বেন'। SSC-কে উদ্দেশ করে মন্তব্য প্রধান বিচারপতির। আমাদের কাছে যে ডেটা বেস আছে, সেটা কি আসল? এটাই মূল প্রশ্ন, মন্তব্য প্রধান বিচারপতির। 'গ্রপ সি ও গ্রুপ ডি নিয়োগ নিয়েই সবথেকে বেশি সমস্যা, এখানেই সবথেকে অবৈধ নিয়োগ'। সুপ্রিম কোর্টে সওয়াল মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর। আমি জানি না, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সবকুছ কালা হ্যায়, মন্তব্য প্রধান বিচারপতির।