Chhok Bhanga chota: 'বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তায় মারব', হুঙ্কার দিলীপের

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: আজও রণংদেহি মেজাজে দিলীপ ঘোষ । 'এবার বাড়িতে ঢুকে মেরে আসব, না হলে বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তায় মারব' । 'খড়গপুর কারও বাপের জায়গা নয়, দিলীপ ঘোষ কারও পরোয়া করে না' । 'কোনটা কু-কথা আর কোনটা সু-কথা তৃণমূলকে বুঝিয়ে দেব' । রাজনীতি ছেড়ে দেব, তবু মেজাজ ছাড়ব না, হুঙ্কার দিলীপের।
কোর কমিটির বৈঠকে গরহাজির কেষ্ট, হাজির কাজল
কোর কমিটির বৈঠকে গরহাজির কেষ্ট, বৈঠকে হাজির কাজল । নিজের ডাকা বৈঠকেই যোগ দিলেন না অনুব্রত মণ্ডল । অনুব্রতর নির্দেশে বৈঠক ডাকেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । বোলপুরের বৈঠকে গরহাজির, মহম্মদবাজারের বৈঠকে গেলেন কেষ্ট । বোলপুরের কোর কমিটির বৈঠকে যোগ দিলেন না কেষ্ট । কোর কমিটির বৈঠক হওয়ার কথা বোলপুরের পার্টি অফিসে । বৈঠক শুরু হওয়ার আগেই বেরিয়ে যান মহম্মদবাজারে । মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে বৈঠক করবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি।