Howrah News: হাওড়ার বেলগাছিয়া রোডে এই বিপর্যয়ের আসল কারণ কী? কী জানালেন বিধায়ক?
ABP Ananda Live: কখনও প্রাকৃতিক বিপর্যয়, কখনও বাম জমানা। হাওড়ার বেলগাছিয়া রোডে এই বিপর্যয়ের আসল কারণ কী? এই প্রশ্নের উত্তরে একেক বারে একেক রকম উত্তর দিলেন খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়। আর তাতেই রাজ্য রাজনীতির পারদ চড়ল আরও।
বিজেপির মিছিলে ধুন্ধুমার, বিবি গাঙ্গুলি স্ট্রিটে উত্তেজনা
ব্যারিকেড দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল আটকাল পুলিশ। বিজেপি মহিলা মোর্চার মিছিলে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু।আবগারি দফতরের নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবাদে বিজেপিরএই প্রতিবাদ। কেন পানশালা, নাইট ক্লাবে কাজ করবেন মহিলারা? প্রশ্ন তুলে পথে বিজেপি।
অনলাইনে জাল ওষুধ চক্রের বড়সড় পর্দাফাঁস
অনলাইনে জাল ওষুধ চক্রের বড়সড় পর্দাফাঁস। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তদন্তে জাল ওষুধ চক্রের পর্দাফাঁস হয়েছে। হাওড়ার এক ব্যক্তির অভিযোগে তদন্তে নামে রাজ্য ড্রাগ কন্ট্রোল। নামী বহুজাতিক সংস্থার হার্টের জাল ওষুধ উদ্ধার