Chhok Bhanga Chota: মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, নেপথ্যে কোন কারণ? ABP Ananda live
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMalda News: মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ২। ধৃত ২ জনের নাম অভিজিৎ ঘোষ ও অমিত রজক। ধৃত অভিজিৎ ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। অপর ধৃত অমিত রজক ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা। খুনে ব্যবহৃত বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। ধৃত ২ জনের বিরুদ্ধে আততায়ীদের থাকার জায়গা, বাইক দেওয়ার অভিযোগ। খুনে ব্যবহৃত অস্ত্র লোপাট করাতেও সাহায্য করেছিল এই ২ জন, দাবি পুলিশের। খুনের পর আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালাবে, সেই ছকও তৈরি করে দেন অভিজিৎ-অমিত, খবর পুলিশ সূত্রে।
যুদ্ধের হুঙ্কার ইউনূসের। ট্যাঙ্ক, কামান নিয়ে মহড়া। কী পদক্ষেপ ভারতের? সামরিক শক্তিতে কোথায় দাঁড়িয়ে দুই দেশ? কী বলছেন প্রাক্তন সেনাকর্তারা? আসলে নিজের ক্ষতি করছেন ইউনূস? মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ABT জঙ্গি আব্বাস আলি ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। দেখা করার কথা ছিল আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির সঙ্গে। এমনটাই দাবি অসম পুলিশের STF-এর। শুধু তাই নয়, খাগড়াগড় বিস্ফোরণে ধৃত JMB জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমনের সঙ্গে জেলে আলাপ হয় আব্বাস আলির