Chok Bhanga 6ta LIVE : SIR শুনানি শুরু। তৃণমূল সাংসদ, বিধায়কের পরিবারকে ডাক
ABP Ananda LIVE : SIR শুনানি শুরু। তৃণমূল সাংসদ, বিধায়কের পরিবারকে ডাক। টার্গেট বাড়াচ্ছেন হুমায়ুন। ১৮২ আসনে লড়ার হুঙ্কার, কটাক্ষ তৃণমূলের। নৈরাজ্যের বাংলাদেশে এবার জেমসের কনসার্টে হামলা।
১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুনানিতে এসে হয়রানির শিকার ৮০ বছরের বৃদ্ধা
বাঁকুড়া থেকে তারকেশ্বর, শুনানিতে এসে হয়রানির শিকার ৮০ বছরের বৃদ্ধা। তারকেশ্বরের মুক্তারপুরে বাসিন্দা আরতি রাহা। ভোটার কার্ড অনুযায়ী বয়স ৮১ বছর। স্বামী ভগবানচন্দ্র রাহা ছিলেন কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যামহাপীঠেরের প্রফেসার। সেই কারণে দীর্ঘ কয়েক বছর আরামবাগ ও গোঘাট বিধানসভা এলাকায় বসবাস করতেন। শনিবার সকালে দীর্ঘ ১৩০ কিলোমিটার পথ গাড়ি করে এসে তারকেশ্বরে আসেন ওই বৃদ্ধা। তাঁর মেয়ের দাবি, 'মায়ের একাধিক শারীরিক সমস্যার কারণে চিকিৎসা চলছে। ভাল করে কথা মনে রাখতে পারেন না। সব ভুলে যান। তাই ২০০২ সালের সঠিক কোন জায়গায় ভোট দিয়েছেন তা মায়ের মনে নেই। সেই কারণে এসআইআর ফর্মে ২০০২ সালের তথ্য আপলোড করা যায়নি। তাই নির্বাচন কমিশন থেকে নোটিস দেওয়া হয়েছে।' কিন্তু বৃদ্ধার মেয়ে কাকলি রাহার দাবি, তাঁরা এখানকার বাসিন্দা।