Chok Bhanga 6ta : জীবিত ভোটার অথচ খসড়া তালিকায় মৃত, কোচবিহারের নাটাবাড়িতে ভোটার তালিকায় আজব কাণ্ড!
ABP Ananda LIVE : জীবিত ভোটার অথচ খসড়া তালিকায় মৃত, কোচবিহারের নাটাবাড়িতে ঘটনা ঘিরে চাঞ্চল্য !খসড়া তালিকা প্রকাশের দিনই ধৃত ১৬ জন বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাতিলের নির্দেশ FPRO-র। জাল তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। খতিয়ে দেখার পরও এঁদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে দেখা গেলে শোকজ। বিএলও, ইআরও, এইআরওকে শোকজ করা হতে পারে, কমিশ সূত্রে খবর। নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ, কমিশন সূত্রে খবর।
আরও খবর...
খসড়া তালিকা প্রকাশের দিনই ধৃত ১৬ জন বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাতিলের নির্দেশ FPRO-র
খসড়া তালিকা প্রকাশের দিনই ধৃত ১৬ জন বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাতিলের নির্দেশ FPRO-র।জাল তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। খতিয়ে দেখার পরও এঁদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে দেখা গেলে শোকজ। বিএলও, ইআরও, এইআরওকে শোকজ করা হতে পারে, কমিশ সূত্রে খবর।নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ, কমিশন সূত্রে খবর।