SSC News :নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট।Chok Bhanga 6ta
ABP Ananda LIVE : নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বর থেকে সময়সীমা বেড়ে ৩১ অগাস্ট। ততদিন পর্যন্ত বেতন পাবেন 'যোগ্য' চাকরিহারারা।
আরও খবর...
'এত সবে ব্রেকফাস্ট, এরপরে তো শুনানি চলবে, ১ মাস ধরে..' ! SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
এবার বীরভূমের লাভপুরে 'পরিবর্তন যাত্রা' শুভেন্দু অধিকারীর। এদিন শুভেন্দু বলেন, মাল তুলেছে, আর নেপালে পাচার করেছে, নেপালে মেডিক্যাল কলেজ করেছে। যেখানেই রাখো, গর্ত খুঁড়ে বার করব মাল আমরা। নরেন্দ্র মোদিজি এর নাম। না খাউঙ্গা, না খানে দুঙ্গা। আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক বক্তা ছিলেন, সুবক্তা, রাজ্যের নেতা, জেলার নেতা, বিধায়ক। সমস্ত নেতাকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। এরপরেই বিরোধী দলনেতার গর্জন, আপনারাই পরিবর্তন আনবেন, আপানারা প্রস্তুত, আমি আপনাদেরকে প্রণাম জানাই। '