Chok Bhanga Chata | জম্মু-কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণ অন্যদিকে,এজরা স্ট্রিটে ফের আগুন
Chak Bhanga Chata | জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ফরিদাবাদে উদ্দার অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ হয়। আর এই ঘটনার পরই গাফিলতির বিষয় যেরকম সামনে আসছে, সেরকমই একাধিক প্রশ্ন উঠছে। এজরা স্ট্রিটে ফের আগুন ,পুড়ে ছাই বৈদ্যুতিন সামগ্রীর বাজার। সেখানেও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। সচেতনতা নিয়ে প্রশ্ন? | ABP Ananda LIVE
আরও খবর...
SSC-র তালিকা প্রকাশের পর বিতর্ক! ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। ২০ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ। ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন। তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাঁদের নাম নেই তাঁদের ভবিষ্যৎ কী? প্রশ্ন চাকরিহারাদের। ভরসা এবার নবম-দশমের রেজাল্টে?
ফরিদাবাদে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণে কার্যত ভস্মীভূত হয়ে গেল জম্মু-কাশ্মীরের দক্ষিণ শ্রীনগরের নওগাম থানা। এই ঘটনায় শনিবার সন্ধে পর্যন্ত ৯ জনের মৃত্য়ুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩২ জন।