Chopra News: মধ্যযুগীয় বর্বরতার নতুন নজির, প্রকাশ্য রাস্তায় যুগলকে বেধড়ক মার, ধৃত তৃণমূল কর্মী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা, সল্টলেক, ঝাড়গ্রাম, হুগলির পরে এবার তমলুক! চোর সন্দেহে ফের গণপিটুনি, রেহাই নেই মহিলা-কিশোরীর! ভিক্ষার নাম করে চুরির সন্দেহ, ২ মহিলা-সহ কিশোরীকে মার, পিছমোড়া করে বেঁধে তমলুকে ৩জনকে বেধড়ক মার। ২ মহিলা-সহ ৩জনকে মার, উদ্ধার করল তমলুক থানার পুলিশ।
হাসপাতালে লাঠিপেটা, সীমা পার সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যালে পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের লাঠিপেটা করল সিভিক ভলান্টিয়ারও! রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন, তদন্ত কমিটি গঠন করল ন্যাশনাল মেডিক্যাল।
হাসপাতালে লাঠিপেটা, সীমা পার সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যালে পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের লাঠিপেটা করল সিভিক ভলান্টিয়ারও! রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন, তদন্ত কমিটি গঠন করল ন্যাশনাল মেডিক্যাল।