Chok Bhanga Chota: কলকাতা থেকে জেলা, বালি পাচার মামলায় ফের অ্যাকশনে ইডি । ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সকাল হতেই বাহিনা নিয়ে ফের তৎপরতা ইডি। রাজ্য জুড়ে একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালাচ্চে ইডি। কোথাও ১২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও বালি পাচার মামলায় তল্লাশি এখনও চলছে। অন্তত ৩০০ জায়গায় তল্লাশি দরকার, সুর চড়িয়ে আক্রমণে বিরোধী দলনেতা। এরই পাশাপাশি নজরে থাকবে আলোর উৎসবের আগে কি রাজ্যে ফের গাঢ় হচ্ছে চাঁদার জুলুমের অন্ধকার? বীরভূমের ঘটনা বাড়াচ্ছে সেই উদ্বেগ
আরও খবর....
দেশজুড়ে গুণমান যাচাইয়ে আবার ফেল ১৫১টি ওষুধ! তালিকায় ক্যানসারের চিকিৎসার ট্য়াবলেট থেকে অ্যান্টিবায়োটিক, হজমের ওষুধ। তালিকা প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন চিকিৎসকদের একাংশ।
বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো! তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা! তা নিয়ে আবার উত্তর ২৪ পরগনার হালিশহরে হুলস্থুল বেধে গেছে