Chokh Bhanga 6ta: যুদ্ধের দশমদিনে ময়দানে 'ত্রিশক্তি'Iমধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে শান্তির বাণী আমেরিকার
Chokh Bhanga Chota : ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি। যুদ্ধে সরাসরি জড়াল আমেরিকা। ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা। ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক আমেরিকা সেনার। আমেরিকা সেনাকে যুদ্ধের আহ্ববানে শুভেচ্ছা ট্রাম্পের। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য: ট্রাম্প। 'আর কোনও সেনার পক্ষে এটা করা সম্ভব ছিল না। ইরানকে এবার যুদ্ধ শেষ করতে হবে। এখন শান্তির সময়'। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে সরাসরি জড়াল আমেরিকা। Iran-Israel News: আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার ইরানের । বাহরিন আমেরিকার নৌবহরে হামলা চালানোর হুঁশিয়ারি তেহরানের । 'এবার দেরি না করে আমাদের প্রত্যাঘাতের পালা'। 'প্রথম পদক্ষেপ হিসেবে বাহরিন আমেরিকার নৌবহরে হামলা চালানো হবে' । 'হরমুজ প্রণালি দিয়ে আমেরিকা, ব্রিটেন ও জার্মানির জাহাজ বন্ধ করা হবে'। ইরানের সংবাদমাধ্য়মে বার্তা খামেনেই ঘনিষ্ঠ নেতার। আমেরিকার অ্যাটাকের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা মোদির। শান্তি ফেরাতে আলোচনার সওয়াল। সংঘাত প্রশমনের বার্তা প্রধানমন্ত্রীর।