JU Incident: যাদবপুরকাণ্ডে এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতারির আবেদন পুলিশের

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: শিক্ষাবন্দু সমিতির অফিসে আগুনের মামলায় সৌম্যদীপের জামিন। এক মামলায় জামিন, 'আজাদ কাশ্মীর' পোস্টারে গ্রেফতারের আবেদন। যাদবপুরের ছাত্রের গ্রেফতারি চেয়ে আলিপুর কোর্টে পুলিশের আবেদন।
তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের
তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের। নিজের অবস্থান থেকে সরে সুর নরম ভরতপুরের তৃণমূল বিধায়কের। 'তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন, ওঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে'। 'ক্ষোভ থাকলেও প্রকাশ্যে এই ধরনের কথা বলা যায় না'। হুমায়ুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। দলের শৃঙ্খলা মেনেই চলব, শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর মন্তব্য হুমায়ুনের। 'দল নয়, আগে জাতি সত্তা', আগের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক।