Loksabha Election 2024: উত্তর কলকাতার ভোট-যুদ্ধে কে কার 'বিভীষণ'? ABP Ananda Live
ABP Ananda
Updated at:
03 Apr 2024 09:50 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppWest Bengal News: উত্তর কলকাতার ভোট-যুদ্ধে কে কার 'বিভীষণ'? বিভীষণের ভূমিকায় কে? সম্মুখসমরে কুণাল (Kunal Ghosh)-তমোঘ্ন। 'তৃণমূল প্রার্থীকে সাহায্য করছেন খোদ বিজেপির উত্তর কলকাতা সভাপতি'। 'তৃণমূলকর্মীদের দেওয়াল ছাড়ছেন বলেও খবর পাচ্ছি'। বিজেপির তমোঘ্ন ঘোষ নিয়ে বিস্ফোরক তৃণমূলের কুণাল ঘোষ । ১ জুন উত্তর কলকাতায় লোকসভা ভোট ।একদিনেই বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ABP Ananda Live