Chok Bhanga 6ta: 'চিকিৎসার জন্য হয়ত রাজ্যের বাইরে গিয়েছেন', শেখ শাহজাহান কোথায় জানেন কারামন্ত্রী
ABP Ananda
Updated at:
25 Jan 2024 09:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুঁজে পাচ্ছে না পুলিশ, শেখ শাহজাহান কোথায় জানেন কারামন্ত্রী! ২০ দিন পার, কোথায় সন্দেশখালির মাস্টারমাইন্ড শেখ শাহজাহান? 'চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান'। অখিল গিরি বলেন অসুস্থ শেখ শাহজাহান, চিকিৎসার জন্য ভিন রাজ্যে। 'কোথায় আছে খুঁজছে পুলিশ, রাজ্যের মধ্যে থাকলে অবশ্যই পেত'। শেখ শাহজাহান নিয়ে রহস্যের মধ্যেই বিস্ফোরক তথ্য কারামন্ত্রীর। পুলিশ জানে না, কারামন্ত্রী জানেন, তাও কারাগারের বাইরে সন্দেশখালির 'বাঘ'! ২৯ জানুয়ারি শেখ শাহজাহানকে ইডির তলব। অসুবিধে থাকলে সময় চেয়ে নিক, ফেরার 'বাদশা'কে পরামর্শ কারামন্ত্রীর!। বাংলাদেশ, মায়ানমার কিংবা সন্দেশখালি নয়, ভিন রাজ্যে লুকিয়ে সন্দেশখালির 'বাঘ'?