ABP News

Sare 7 Tay Saradin : মহাকুম্ভে মৃত্যুমিছিল। ৩০ জনের মৃত্যু, আহত ৯০, দাবি উত্তরপ্রদেশ সরকারের

Continues below advertisement

ABP Ananda LIVE: মহাকুম্ভে মৃত্যুমিছিল। ৩০ জনের মৃত্যু, আহত ৯০, দাবি উত্তরপ্রদেশ সরকারের। হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ বিরোধীদের। ২৪ ঘণ্টা পার, এখনও ঘটনাস্থলেই গেলেন না যোগী। এক বছর ধরে প্রস্তুতি। বিশ্বজুড়ে প্রচার। তারপরও কেন এত বড় বিপর্যয়? ভিড় কমাতে বিকল্প পুল থাকলেও, বিপদের সময়ে কেন বন্ধ রইল? হয়েছিল ক্রাইড ম্যানেজমেন্টের মক ড্রিল? উঠছে প্রশ্ন। মহাকুম্ভে মহাবিপর্যয়, সুপ্রিম কোর্টে মামলা দায়ের। ঘটনার পর কী পদক্ষেপ যোগী সরকারের? স্টেটাস রিপোর্ট তলব করুক আদালত, আর্জি মামলাকারীর। পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বৃদ্ধার। এত পুণ্যার্থীর মৃত্যুর পরও চরম অব্যবস্থা। ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ হস্তান্তরের অভিযোগ। প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু শালবনির বাসিন্দা ঊর্মিলা ভুঁইয়ার। গতকাল হুড়িহুড়ি সময় হারিয়ে যান বৃদ্ধা। পরে দেহ উদ্ধার। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে জখম আলিপুরদুয়ারের বাসিন্দা। কারও সাহায্য না মেলার অভিযোগ। প্রয়াগরাজে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার এ রাজ্যে বহু বাসিন্দা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram